কোটা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিতঃ 11:23 pm | March 14, 2018

কালের আলো রিপোর্ট:

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ত্রিশাল বাসস্ট্যান্ডে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী আন্দোলন করেন। এই সময় মহাসড়কে চলমান শতশত বাস, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন পরিবহন আটকে থাকে।

শিক্ষার্থীদের আন্দোলনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

ত্রিশাল থানা পুলিশ ইনচার্জ জাকিউর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের নিশ্চিত করেন ঢাকায় কোটাবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া ৬৩ শিক্ষার্থীকে মুক্তি দেয়া হয়েছে। এর পর আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ থেকে ক্যাম্পাসে ফেরত যান।

 

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email