নতুন জীবনে স্মিত হাসি সৌরভের, প্রশংসা করলেন এসপির
প্রকাশিতঃ 8:05 pm | June 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মুখ ভর্তি দাড়িতে সি গ্রীণ কালারের পাঞ্জাবিতে স্মিত হাসছেন দেশজুড়ে আলোচিত ইফতেখার আলম সৌরভ (২৫)। বসেছেন একটি সাদা মাইক্রোবাসে।
তাঁর ডানে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, বামে উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
দু’জনের মাঝখানটায় বসে সেলফিতে পোজ দেওয়ার সময় এমন লুকেই দেখা গেলো তাকে! কম করে হলেও প্রায় আড়াইশ ঘন্টা পর ‘নির্ভার’ সৌরভ হেসেছেন। আর এ হাসি যে তাঁর নতুন জীবনের, এমনটি বললেও বোধহয় ভুল হবে না!
বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯ টায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ২৮ সদস্যের একটি টিম সৌরভকে মায়ের বুকে ফিরিয়ে দিতে ময়মনসিংহ থেকে যাত্রা করে। মাত্র ২ ঘন্টা ৩৫ মিনিট সময় লেগেছে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে।
এর আগেই যাত্রাপথে তোলা সেই সেলফিতে নতুন জীবনে যেন ভারমুক্তই মনে হলো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের এ ভাগ্নেকে। অথচ ঘন্টা কয়েক আগেও অনিশ্চিত জীবনে ঘুরপাক খাচ্ছিলেন এ তরুণ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনের দেওয়া নতুন পাঞ্জাবি পড়েই সৌরভ রাজধানীর বনানীর বাসায় হাজির হলেন। প্রথমেই তাকে বুকে নিয়ে স্নেহমাখা চুমু খেলেন মা সৈয়দা ইয়াসমিন আরজুমান। আনন্দে কাঁদছেন মা।
মায়ের নিশ্চিন্ত বুকে নিজের মুখ আড়াল করে ফুঁপিয়ে কাঁদলেন সৌরভও। এ যেন মা-ছেলের আবেগের মহামিলন। এ দিনটির জন্যই কীনা অনিদ্রা আর অস্থিরতায় ছিলেন এই মমতাময়ী।
পরে বাবা ইদ্রিস আলী নিজের হারানো সন্তানকে বুকে নিয়ে সোজা দু’তলায় উঠে গেলেন।
নিজের চোখে দেখা এসব সারি সারি চিত্রপট দুপুর দেড়টার দিকে কালের আলোর কাছে তুলে ধরলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
তিনি জানান, গাড়িতে খুব বেশি কথা বলেননি সৌরভ। মা-বাবার কাছে ফিরতেই ব্যাকুল ছিলেন। মানসিকভাবে তিনি বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তবে পুলিশে হেফাজতে ফিরে আসার পর স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন।
কারা সৌরভকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, এমন কোন তথ্য সৌরভ দিয়েছেন কীনা এমন প্রশ্নের জবাবে জেলা গোয়েন্দা পুলিশের এ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সৌরভ সবকিছু মনে করতে পারছে না। শুধু জানিয়েছে সেদিন অজ্ঞাতনামা কিছু লোক তাকে গাড়িতে উঠিয়েই চোখ বেধে ফেলে।
পরে ৪/৫ ঘন্টা পর এক জায়গায় নিয়ে আটকে রাখে। এরপর আজ তারাকান্দার বটতলা বাজারের জামিল অটো রাইসমিলের সামনে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়।
এর আগে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন জানান, ভোর সোয়া ৬ টার দিকে তিনি সৌরভকে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে নিজ কার্যালয়ে নিয়ে আসেন।
বৃহস্পতিবার (২০ জুন) ভোর সোয়া ৫ টার দিকে অপহরণকারীরা সৌরভকে তারাকান্দার বটতলা বাজারে ফেলে রেখে যায়।
মানবিক এসপি’র প্রশংসা
উদ্ধার হওয়া ইফতেখার আলম সৌরভের দৃষ্টিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন একজন মানবিক মানুষ।
নিজের ফেসবুক ওয়ালে এমন তথ্য উপস্থাপন করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি লিখেছেন- সৌরভ গাড়িতে আবেগ আপ্লুত হয়ে বলেছেন “একজন পুলিশ সুপার যে এত মানবিক হয় তা তার জানা ছিল না ।
ভোর পাঁচটায় সংবাদ পেয়ে ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন সবার আগে আমার পাশে আসেন এবং আমাকে তার হেফাজতে নেন।
শুধু তাই নয় তিনি তার বাসায় নিয়ে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেন এবং তার পরিবারের সাথে নাস্তা করিয়ে আমার পরিবারের নিকট রওনা করান, এই মানবিকতা কখনো ভুলবো না।’
কালের আলো/এনএ/এমএম