বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিতঃ 10:21 am | March 07, 2018

সিনিয়র প্রতিবেদক, কালের আলো:

ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার সকাল ৭টায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে এই শ্রদ্ধা জানান তিনি।

শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিকৃতিতে ফুলের তোড়া দেন। এই মহান স্বাধীনতার মহানায়ক ও বাংলাদেশের স্থপতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন তিনি।

এর পর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভানেত্রী হিসেবে আরো একটি ফুলের তোড়া দেন শেখ হাসিনা। এসময় দলের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।

পরে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধিুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।

 

কালের আলো/ওএইচ