কুমিল্লা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
প্রকাশিতঃ 2:23 pm | October 07, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার পৌরসভা এলাকার ফুলতলা নামক স্থানে যানজটের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের ফুলতলা এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হতে থাকে। ধীরে ধীরে যানজট বৃদ্ধি পেয়ে প্রায় ১০ কিলোমিটারের মতো এলাকায় ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ১টা) সড়কে যানজট রয়েছে।
সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক
যানজটে অতিষ্ঠ মানুষজন জানিয়েছেন বিরক্তির কথা। জুনায়েদ আহমেদ নামের এক যাত্রী বলেন, দুই ঘণ্টা ধরে গাড়িতে বসে আছি। কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। কিন্তু মহাসড়কেই সময় চলে যাচ্ছে। দীর্ঘ এই যানজট নিরসনে প্রশাসনের কোনো ভূমিকা দেখছি না।
মিরপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, ফুলতলা এলাকায় সড়কের অবস্থা খুবই নাজুক। খানাখন্দে ভরা সড়কের ওপর হঠাৎ একটি ট্রাক বিকল হয়ে পড়লে তাতে যানজট সৃষ্টি হয়। পুলিশ সেই ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি, দ্রুত বিকল সেই ট্রাক উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।
কালের আলো/এসএকে