আবার শেয়ার বিক্রি করবেন সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা

প্রকাশিতঃ 3:18 pm | October 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম আবার ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি প্রায় ১৬ লাখ শেয়ার বিক্রি করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম গত ২৪ সেপ্টেম্বর ১৫ লাখ ৯৬ হাজার ৪৯০টি শেয়ার বিক্রির ঘোষণা দেন। তিনি ৫ অক্টোবর উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন বলে ঘোষণা দিয়েছেন। ওই ঘোষণার দুই দিন পরেই আবারও তিনি ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিলেন।

রেহানা কাশেমের হাতে ব্যাংকটির ৪৭ লাখ ২৭ হাজার ৫৩৭টি শেয়ার আছে। এর মধ্য থেকে তিনি ১০ লাখ শেয়ার আগামী ৩০ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

কালের আলো/আরডি/এমডিএইচ