ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

প্রকাশিতঃ 11:40 am | October 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে রাজধানীতে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

এর আগের দিন, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। আগামীকাল বুধবার সূর্য উঠবে ভোর ৫টা ৫৩ মিনিটে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এর প্রভাব রাজধানী ঢাকাতেও পড়তে পারে। তবে এখনো ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, হঠাৎ বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছেন তারা।

কালের আলো/আরডি/এমডিএইচ