নির্বাচনে রাজনীতিবিদরাই মূল প্লেয়ার: সিইসি

প্রকাশিতঃ 11:52 am | October 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজন একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে রাজনীতিবিদদের সহযোগিতা জরুরি, কারণ নির্বাচনে তারাই মূল প্লেয়ার।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। সংলাপে তিনি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অন্যান্য চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের (ইসি) উচ্চপদস্থ কর্মকর্তারা।

সিইসি বলেন, আমরা নির্বাচন নিয়ে সংলাপ শুরু করেছি। যদিও কিছুটা দেরি হয়েছে, তার কারণ আছে। এর মধ্যে বড় একটি কারণ হলো, সংবিধান সংস্কার কমিশন (কনসেন্স কমিশন) স্টেকহোল্ডারদের সঙ্গে অনেক আলোচনার ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করেছে। তার অনেক কিছুই আমরা বাস্তবায়ন করেছি।

তিনি আরও জানান, এখনই রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেনি কমিশন। কারণ, তারা বর্তমানে কনসেন্স কমিশনের সঙ্গে ব্যস্ত সময় পার করছে। তিনি বলেন, তাদের এখনই ডিস্টার্ব করতে চাইনি। কারণ, ওদিকে যদি গুরুত্বপূর্ণ নেতৃত্ব ব্যস্ত থাকেন, তাহলে আমাদের সংলাপে সময় দিতে পারবেন না। সে চিন্তা থেকেই আমরা পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসব।

সংলাপে নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে কাজ করা বিশেষজ্ঞদের অভিজ্ঞতা শোনার আগ্রহের কথাও জানান সিইসি। বলেন, আজ আমরা এমন মানুষদের কাছ থেকে শুনতে চাই যারা মাঠে থেকে নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। আমরা জানতে চাই, কীভাবে একটি সুন্দর, জবাবদিহিমূলক, জালিয়াতিমুক্ত নির্বাচন করা সম্ভব।

তিনি আরও বলেন, যেখান থেকে নির্বাচন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, সেই জায়গাগুলো চিহ্নিত করে তা বন্ধ করতে চাই। এর জন্য আপনাদের পরামর্শ খুব গুরুত্বপূর্ণ।

প্রবাসীদের ভোটাধিকার নিয়েও নির্বাচন কমিশনের পরিকল্পনার কথা জানান সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, প্রবাসীরা ভোট দিতে চান। তারা দেশের জন্য রেমিট্যান্স পাঠান। তাদের জন্য আমরা একটি হাইব্রিড মডেলের উদ্যোগ নিয়েছি। এটি পোস্টাল ভোটের মতো, তবে নিবন্ধনের অংশে আইটি ব্যবহার করা হবে। এতে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা প্রায় ১০ লাখ কর্মকর্তাকেও ভোটের আওতায় আনার চেষ্টা করছি।

এ সময় কারাগারে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগের কথাও জানান তিনি।

সিইসি বলেন, আমার এবং ইসির পক্ষ থেকে প্রতিশ্রুতি আছে। আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে চাই। এজন্য আমাদের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, এবং সর্বোপরি দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাজ করতে চাই।

কালের আলো/আরডি/এমডিএইচ