সাবেক সেনা কর্মকর্তা সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রকাশিতঃ 3:10 pm | October 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি তার এনআইডি ব্লক করতে বলা হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৭ অক্টোবর) এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন।
আবেদনে বলা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ ও গোপন অনুসন্ধানে দুদক জেনেছে, সামছুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তা সামছুর তার ‘অবৈধ সম্পদ’ হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। তা ঠেকাতে জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন। পাশাপাশি বিদেশগমন ঠেকানো দরকার।
কালের আলো/আরডি/এমডিএইচ