মোহাম্মদপুরে ছিনতাই ঘিরে সমালোচনার ঝড়, পুলিশ সদর দপ্তরের দুঃখ প্রকাশ

প্রকাশিতঃ 7:17 pm | July 25, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর মোহাম্মদপুরে এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা নিয়ে তোলপাড়। পুলিশের সহযোগিতা চেয়েও না পাওয়ার ঘটনা ফেসবুকে সমালোচনার ঝড় তুলেছে। বিষয়টি নজরে এসেছে পুলিশ সদর দফরেরও। দুঃখ প্রকাশ করেছে তারা।

শুক্রবার (২৫জুলাই) বিকেলে ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই দুঃ প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, আহমাদ ওয়াদুদের ফেসবুক স্ট্যাটাস ‘মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে এক ঘণ্টা’ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভিকটিমের ফেসবুক স্ট্যাটাসে বর্ণিত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট চারজন পুলিশ সদস্যকে (এসআই জসিম, এসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলাম) ইতোমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে উপ-পুলিশ কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছে।’

আরও লেখা হয়েছে, ‘পুলিশ সদস্যের অসদাচরণের জন্য বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’

এদিকে সাংবাদিকের পোস্টটি ভাইরাল হওয়ার পর তার ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কালের আলো/এমডিএইচ