আয়মানের দাফন হবে দাদার কবরের পাশে

প্রকাশিতঃ 7:54 pm | July 25, 2025

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিবেদক, কালের আলো:

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আয়মানকে দাফন করা হবে তার দাদা মাজেদ হাওলাদারের কবরের পাশে। ইতোমধ্যেই পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, আয়মানের দাফনের জন্য তার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ এশা নামাজের পর জানাজা শেষে দাফন করা হবে তাকে। এর আগে রাজধানীর উত্তরায় জুমার নামাজের পর আয়মানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে পরিবারের লোকজন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

আয়মানের মামা তানভীর হোসেন বেপারী বলেন, আয়মান ছোটবেলা থেকেই ভীষণ সংবেদনশীল আর শান্ত স্বভাবের মেয়ে ছিল। ওর দাদার সঙ্গে ছিল দারুণ এক সম্পর্ক। তাই দাদার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। আয়মান শুধু আমাদের পরিবারের নয়, পুরো এলাকার গর্ব ছিল। ওর এই অকাল চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। ওর জন্য সবাই দোয়া করবেন।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে শিশু আয়মান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। শুক্রবার সকাল ৯টা ৩২ মিনিটে বার্ন ইনস্টিটিউটে মারা যায় আয়মান। পরিবারের বড় মেয়ে আয়মানের এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোক নেমে এসেছে।

কালের আলো/এসএকে