গাজা সংঘাতে ৮৬৫ ইসরায়েলি সেনা নিহত
প্রকাশিতঃ 2:18 pm | July 24, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
গাজায় সংঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ গাজায় লড়ায় চলার সময় তিনি আহত হন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮৬৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরার।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।
সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে দখলদার বাহিনী। গাজায় এরই মধ্যে ৫৯ হাজার ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে আহত হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৫ জন।
অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে আরও ১০ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। তীব্র খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছেন অবরুদ্ধ এই উপত্যকার বাসিন্দারা। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অপুষ্টির কারণে মৃত্যুর সংখ্যা ১১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে গত কয়েক সপ্তাহে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত অপুষ্টিতে মারা যাওয়া শিশুদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ২১ জন শিশু রয়েছে। সংস্থাটি জানিয়েছে, মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন ধরে তারা কোনো খাবার সরবরাহ করতে পারেনি।
মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আযম বলেছেন, অনাহার বোমার মতোই মারাত্মক হয়ে উঠেছে। পরিবারগুলো পর্যাপ্ত খাবার চাইছে না, তারা সামান্য কিছু খাবার চাইছে।
কালের আলো/এমডিএইচ