মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় এবার ঢাকায় আসছেন চীনের চিকিৎসকরা

প্রকাশিতঃ 2:07 pm | July 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া মাইলস্টোন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিতে চীন থেকে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সরা বাংলাদেশে আসছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে চীনের জরুরি মেডিকেল টিম বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। এই টিমে পাঁচজন বার্ন ও প্লাস্টিক সার্জারিতে বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্স রয়েছেন।

চীনা মেডিকেল টিমটি ঢাকায় পৌঁছানোর পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন। সেখানে তারা বার্ন রোগীদের চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় মূল্যায়ন প্রদান করবেন।

সম্প্রতি দুর্ঘটনায় দগ্ধ রোগীর চাপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সহায়তার আবেদন করে। চীন সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এই বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে।

এরআগে সিঙ্গাপুর থেকে চিকিৎসক দলে দেশে এসেছেন। ভারত থেকেও চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

কালের আলো/এমডিএইচ