২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত
প্রকাশিতঃ 3:17 pm | July 22, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এ ঘোষণা দেন।
পরে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।
রুটিন অনুযায়ী ওই দিন (২৪ জুলাই) অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কালের আলো/এএএন