‘হর্ন বাজাবেন না’

প্রকাশিতঃ 2:52 pm | July 22, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন অনেকেই। বার্ন ইনস্টিটিউটের সামনের রাস্তায় কাজ করছেন একদল স্বেচ্ছাসেবী শিক্ষার্থী। তাদের সবাই সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন। রোগীবাহী অ্যাম্বুলেন্সকে আগে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন।

আরেকদল স্বেচ্ছাসেবীকে প্ল্যাকার্ড হাতে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘হর্ন বাজাবেন না’। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা।

এই স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছেন রুবিনা খাতুন নামের একজন। তিনি বলেন, আমি নিজে থেকে এখানে এসেছি। অযথা যেন বার্নের সামনে কেউ হর্ন না বাজায় সেজন্য এই প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমার মনে হয়েছে দুঃসময় চলছে সেজন্য আমার নিজে থেকেই কিছু  করা উচিত।

আরেক স্বেচ্ছাসেবী হৃদয় বলেন, আমি নিজেই এসে রাস্তায় যেন যানজট না লাগে, কেউ যেন হর্ন না বজায় সেজন্য আমার এই ছোট্ট উদ্যোগ। সবাই খুব সহযোগিতা করছেন।

এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ২৫ জনই শিশু।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে দুইজন প্রাপ্ত বয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্ত বয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মাহেরীন চৌধুরী। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, আমাদের এখানে ভর্তি আছে ৪২ জন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৮ জন। সেখানে সবমিলিয়ে ১৫ জনের মরদেহ ছিল। পাইলট তৌকিরের মরদেহ সিএমএইচে রাখা হয়েছে।

তিনি বলেন, ৬ জনের মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ নেওয়া হয়েছ। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। সেখানে তিনজন এখন ভর্তি আছে, যাদের দুইজন আইসিইউতে আছে। এছাড়া ইউনাইটেড হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২৭ জন, হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন।

কালের আলো/এসএকে