রিয়ালে ১৩ মৌসুম কাটিয়ে মডরিচ এখন মিলানের

প্রকাশিতঃ 6:06 pm | July 15, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক শেষ করলেন লুকা মডরিচ। ক্লাব বিশ্বকাপ শেষ হতেই সোমবার এক বছরের জন্য ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রোয়াট এই মিডফিল্ডার।

রিয়ালের জার্সিতে এক যুগের বেশি সময় কাটিয়ে ৩৯ বছর বয়সী মডরিচ ক্লাবটির হয়ে জিতেছেন ২৮টি শিরোপা। এর মধ্যে উল্লেখযোগ্য ছয়টি ইউরোপীয় কাপ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি স্প্যানিশ লিগ, দুটি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ রয়েছে।

চলতি বছরের মে মাসে রিয়াল ছাড়ার ঘোষণা দেন মডরিচ। এরপর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে রিয়ালের বিদায়ের মাধ্যমে শেষ হয় ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিতে তার গৌরবময় অধ্যায়।

নতুন ক্লাবে পা রেখে মডরিচ বলেন, ‘এসি মিলানে এসে দারুণ লাগছে। সামনে চ্যালেঞ্জ অনেক, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আমি।’

কালের আলো/এসএকে