সাউথইস্ট বিজনেস স্কুলে এমবিএ গালা নাইট অনুষ্ঠিত

প্রকাশিতঃ 7:37 pm | June 01, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এমবিএ ক্লাবের সহযোগিতায় এমবিএ গালা নাইট আয়োজন করে সাউথইস্ট বিজনেস স্কুল। এ আয়োজনে সাউথইস্ট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থীদের অধ্যবসায়, অর্জন এবং পেশাগত উন্নয়ন উদযাপন করা হয়। দেশের খ্যাতিমান কর্পোরেট লিডার, উদ্যোক্তারা এ অনুষ্ঠানে যোগদান করেন।

শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. তানভীর ফিত্তিন আবির। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ ‘কি-নোট’ উপস্থাপন করেন। ড. আবিরের সঞ্চালনায় নেতৃত্ব, কর্মজীবনের অগ্রগতি এবং পরিবর্তনশীল ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলামে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং কর্পোরেট সেক্টরের চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতার সমন্বয় সাধনের গুরুত্বের উপর জোর দেন। সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই অনুষ্ঠানে বিশিষ্ট কর্পোরেট লিডার, শিল্পোদ্যোক্তা, অ্যালামনাই, শিক্ষক এবং এমবিএ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে