জরুরি বৈঠক ডেকেছেন শেহবাজ শরিফ

প্রকাশিতঃ 10:43 am | May 07, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারতের হামলার পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভিকে জানান, বৈঠকটি বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, ভারতের সামরিক হামলার জবাব এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে।

এরইমধ্যে দুটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।

কালের আলো/এমডিএইচ