আবার ব্যর্থ সাকিব, খালেদের ৪ উইকেটে রংপুরের রুদ্ধশ্বাস জয়
প্রকাশিতঃ 2:57 pm | July 14, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ সাকিব আল হাসান। বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য, ব্যাট হাতে করলেন মাত্র ৪ রান। তার দল দুবাই ক্যাপিটালসও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৫৭ রানে হেরেছে। ১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮১ রানেই গুটিয়ে যায় দুবাই ক্যাপিটালস।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছিলেন সাকিব, ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে নেন ১৩ রানে ৪ উইকেট। তবে সেই ম্যাচের পরই যেন ছন্দ হারিয়ে ফেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। দ্বিতীয় ম্যাচে করেন ৭ রান, উইকেটও পাননি। ৩ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে দুবাই। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।
এদিকে, দারুণ উত্তেজনার ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সকে মাত্র ১ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। বল হাতে নায়ক খালেদ হোসেন। ২৬ রানে ৪ উইকেট নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। আগের ম্যাচেও ৩৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ১৮ বলে হোবার্টের প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ছিল ৪ উইকেট। তখন ম্যাচে এগিয়ে ছিল অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিটি। তবে চিত্র বদলে দেন আফগান পেসার আজমতউল্লাহ ও খালেদ।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান, হাতে ২ উইকেট। প্রথম ৩ বলে ১০ রান দিয়ে চাপেই পড়েছিলেন আজমতউল্লাহ। কিন্তু এরপর নাটকীয় মোড়, ওভারের চতুর্থ বলে স্বদেশি মোহাম্মদ নবিকে আউট করেন আফগান পেসার আজমতউল্লাহ। পঞ্চম বলে ১ রান দিলেও শেষ বলে মাত্র ১ রান নিতে গিয়ে রানআউট হন বিলি স্টেনলেক। ফলে ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় রংপুর।
এর আগে ব্যাট হাতে কাইল মায়ার্স ৪২ বলে ৬৭ ও ইব্রাহিম জাদরান ৩১ বলে ৪৩ রান করে রংপুরের স্কোরবোর্ডে তুলেছিলেন ৯ উইকেটে ১৫১ রান। হোবার্টের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪৪ রান করেন মোহাম্মদ নবি। বল হাতে খালেদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইফতেখার আহমেদ, ২ উইকেট নেন মাত্র ১৩ রানে।
কালের আলো/এসএকে