কাস্টমস কর্মকর্তা তাজুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিতঃ 4:35 pm | July 14, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং তার স্ত্রী খোদেজা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের এক আদেশে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক আনিসুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে মনে হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যাতে বিদেশ গমন না করতে পারেন, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন নিষেধাজ্ঞা আবশ্যক। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আদালত থেকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

সেই সঙ্গে বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন-প্রশাসন) স্পেশাল শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন আদালত।

এর আগে ২০২৪ সালের ২৯ জুন ড. তাজুল ইসলামের দুর্নীতির অনুসন্ধান দাবি করে সংবাদ সম্মেলন করেছিল জনৈক মেহেদী হাসান খান। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দাতা সদস্য হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে লাখ লাখ টাকা ব্যয় করছেন। এমনই একটি ফেসবুক পোস্টে আয়ের উৎস জানতে চেয়ে মন্তব্য করেছিলেন মেহেদী হাসান খান। এরপর থেকে তাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। প্রাণের ভয়ে গত চার মাস ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তাজুল ইসলামের বাড়িও ফুলবাড়িয়ায়।

কালের আলো/এসএকে