কানাডায় দেখা হলো কাবিলা-ইভার, যা লিখলেন ভক্তরা

প্রকাশিতঃ 2:38 pm | July 14, 2025

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে কাবিলা ও ইভা চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিলেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। ছোটপর্দার জনপ্রিয় এই জুটিকে বাস্তবেও অনেকে একসঙ্গে দেখতে চান। আর সেই প্রত্যাশাই যেন পূরণ হলো এবার কানাডায়।

বর্তমানে অভিনয়ের ওপর একটি কোর্স করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পারসা ইভানা। সেখান থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গেলেন কানাডায়। অপরদিকে, জিয়াউল হক পলাশও গিয়েছেন কানাডায় একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে। ফলে তাদের দেখা হয়।

দুজনের দেখা হওয়ার মুহূর্তটা দারুণভাবে কাটে। সময় নিয়ে গল্প করেন, পুরোনো দিনের স্মৃতিচারণাও হয়। সেই মুহূর্তের কয়েকটি ছবি তুলেছেন তারা, যা পরে নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।

অনেক ভক্তই কমেন্টে লেখেন,‘আবারও ব্যাচেলর পয়েন্ট শুরু হোক’, ‘তোমাদের দেখে মনটা ভালো হয়ে গেল’, ‘কাবিলা-ইভা মানেই একটা ফ্রেশ স্মৃতি’।

ছোটপর্দার প্রিয় মুখ দুটির এই হঠাৎ দেখা এবং একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় যেমন উচ্ছ্বাস ছড়িয়েছে, তেমনি ভক্তদের মধ্যে ফের একবার সিরিজটির স্মৃতি জাগিয়ে তুলেছে।

ব্যাচেলর পয়েন্টের কাবিলা-ইভা আবারও এক ফ্রেমে-এটাই যেন ভক্তদের জন্য একরকম পুরস্কার!

কালের আলো/এসএকে