উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে আটক ৪
প্রকাশিতঃ 6:05 pm | July 14, 2025

কক্সবাজার প্রতিবেদক, কালের আলো:
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার সন্ধ্যায় উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একটি সাব-মেশিনগান ও ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২); সি-১৬ ব্লকের মো. নাজিমুদ্দিনের ছেলে ইয়াছির আরাফাত (৩৫); ১১ নম্বর ই-ব্লকের মো. ইউছুফের ছেলে মো. আনাস (৩০) এবং সি-৬ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)। তারা সবাই ডাকাতদল নবী হোসেন বাহিনীর সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে নবী হোসেন বাহিনীর সদস্যরা বিদেশি একটি অস্ত্রের চালান নিয়ে এসেছেন খবর পেয়ে অভিযান চালানো হয়। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন যৌথভাবে ক্যাম্প ১১ এর একটি ঘর ঘিরে অভিযান চালায়। এ সময় ওই ঘর থেকে একজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়। অভিযানে একটি সাব–মেশিনগান ও ১৪ লাখ টাকা উদ্ধার হয়। আটক ব্যক্তিরা অস্ত্রটি নবী হোসেনের আস্তানায় নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা টাকাও অস্ত্রের লেনদেনের জন্য মজুত করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, নবী হোসেন সীমান্তে মাদক ও অস্ত্র পাচারের অন্যতম মূল হোতা। নিজের নামে বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে তিনি সীমান্ত এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন। বছরখানেক ধরে তিনি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এর প্রধান কমান্ডার হিসেবে কাজ করছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন চারজনকে গ্রেপ্তার এবং অস্ত্র-টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কালের আলো/এসএকে