পুলিশকে ধমক সাবেক মন্ত্রী কামরুলের

প্রকাশিতঃ 4:32 pm | July 14, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়ায় পুলিশ সদস্যদের ধমক দিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় এ ঘটনা ঘটে।

জুলাই আন্দোলনে স্কুলছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানোর বিষয়ে এদিন শুনানি ছিল।

সকাল সোয়া ১০টার দিকে তাদের এজলাসে তোলা হয়। পেছনে হাতকড়া পরানো, বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল তাদের। পুলিশ বেষ্টনী দিয়ে এজলাসে তাদের তোলার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান কামরুল।

তবে পুলিশ সদস্যরা তাকে কথা বলে নিষেধ করেন। এসময় ক্ষিপ্ত হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। পুলিশ সদস্যদের ধমক দেন তিনি। রূঢ়কণ্ঠে বলেন, ‘কেন, তুমি টানতেছ কেন?’ তবে নীরব ছিলেন বিচারপতি মানিক।

পরে ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন।

এর আগে গত ৮ জানুয়ারি আদালতে পুলিশ সদস্যদের প্রতি ক্ষোভ ঝেরেছিলেন কামরুল ইসলাম। সেদিন লালবাগ থানার আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি ছিল।

এজলাস কক্ষে নেওয়ার সময় লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় তিনি বলেছিলেন, “ইতরামির একটা সীমা আছে, ফাজলামো পেয়েছেন নাকি?”

রাকিব হত্যা মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসার জন্য তাকে নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে রাকিবের মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের চাচা নুরুল আমিন। এ মামলায় কামরুল ১০ নম্বর ও মানিক ১১ নম্বর আসামি।

কালের আলো/এমডিএইচ