মাগুরার সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
প্রকাশিতঃ 5:29 pm | March 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন এই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৮ মার্চ) দুপুরে পাশবিক নির্যাতনের শিকার এই শিশুর মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন তারেক রহমান। শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারকে সহায়তার আশ্বাস দেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ‘আমরা বিএনপির পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোন কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল বোর্ড।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা ক্রিটিক্যাল। গতকাল রাত থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তার অবস্থা ভালো না।
তিনি আরও বলেন, ধর্ষণের পাশাপাশি তার গলা চেপে ধরা হয়েছিল। আমরা দেখেছি তার গলায় একটা দাগ রয়েছে। চিকিৎসকরা বলছেন, গলা চেপে ধরার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে। এ কারণে তার সমস্যাগুলো আরও বেশি হচ্ছে।
শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের কথা জানিয়ে হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান বলেছেন, ‘ওই বোর্ডে চারটি বিভাগের চিকিৎসকরা আছেন। আমাদের শিশু বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া পেডিয়াট্রিক সার্জারি, গাইনি এবং অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিৎসকরা আছেন। তারা আজ মিটিংয়ে বসেছেন।
কালের আলো/এমডিএইচ