পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বেবিচক চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রকাশিতঃ 4:38 pm | February 16, 2025

কালের আলো ডেস্ক:
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার উপায় নিয়েও মতবিনিময় করে।
এ সময় বাংলাদেশ পুলিশ এবং বেবিচক এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমডিএইচ