প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নিহত আবরারের পরিবার
প্রকাশিতঃ 11:50 pm | March 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সম্প্রতি সুপ্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারের সদস্যরা।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পরিবারের সদস্যরা দেখা করতে যান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন এই তথ্য নিশ্চিত বলেন, ‘আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমী আজ রাত সোয়া ৮টার দিকে গণভবনে যান এবং সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এসময় আবরারের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
এসময় আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহাম্মেদ চৌধুরী, মা ফরিদা ফাতেমী ও ছোট ভাই ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নর্দ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।
কালের আলো/এমএইচএ