মুফতি তাকি ওসমানীর ওপর হামলা, নিহত ২

প্রকাশিতঃ 8:49 pm | March 22, 2019

ডেস্ক রিপোর্ট, কালের আলোঃ

পাকিস্তানের বিখ্যাত ধর্মীয় নেতা মুফতি মোহাম্মদ তাকি ওসমানীর গাড়িতে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা।

শুক্রবার (২২ মার্চ) করাচিতে নিপা ফ্লাইওভারে নিচে তাকি ওসমানীর গাড়িতে এ হামলা চালানো হয়। হামলায় তাকি ওসমান বেঁচে গেলেও তার রক্ষাকারী দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।

করাচী পুলিশ প্রধান ড. আমির শেখ বলেন, যে গাড়িতে হামলা চালানো হয় সে গাড়িগুলোর একটিতে তাকি ওসমান ও তার স্ত্রী ছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন করাচী পূর্ব জোনের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আমির ফারুকি জানান, পুলিশের নিরাপত্তারক্ষী ফারুক এবং বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী সানোবার খান হামলায় নিহত হয়েছেন।

জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল সেন্টারের পরিচালক ড. সিমি জামালি জানান, হামলায় আহত অপর একজন মাওলানার আমিরের অবস্থা আশঙ্কাজনক। তাকে মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

জিও টিভির সাংবাদিক মুফতি তাকি ওসমানীর সঙ্গে হামলার পর কথা বলেছেন।

মুফতি জানিয়েছেন, স্ত্রী ও দুই নাতিকে নিয়ে গাড়িতে ছিলেন। তারা সবাই অক্ষত আছেন। গাড়ির পেছন থেকে প্রথমে মোটরসাইকেল আরোহী গুলি করে এবং পরে সে সামনে গিয়েও গুলি ছুড়ে।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email