‘প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে’

প্রকাশিতঃ 7:46 pm | March 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতি গঠনে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং প্রাথমিক স্তরের সকল শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেছেন, ‘প্রাথমিক পর্যায় থেকেই প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (২২ মার্চ) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ডিএস আমিল মাদরাসা মাঠে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও মা সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email