ময়মনসিংহে চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিতঃ 6:20 pm | March 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে অভিযান চালিয়ে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। আটকরা হল- শংকর ঋষি (৩০) ও প্রমি ঋষি (২৫)।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে শহরতলী শম্ভুগঞ্জের চামড়া বাজার ঋষি পাড়া এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। পরে তাদের দেখানো মতে, ঘরের খাটের নিচে থাকা বস্তার ভিতর থেকে মোট ৭৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় সাড়ে ৩৮ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-১৪।
কালের আলো/ওএইচ