ইফতেখারের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু পুঁজি রংপুরের

প্রকাশিতঃ 3:28 pm | January 29, 2025

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

চলমান বিপিএলে সবশেষ দুই ম্যাচে হারের তিতো স্বাদ ভোগ করেছে বসুন্ধরা গ্রুপের দলটি। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের দশম ম্যাচে চিটাগং কিংসের মুখোমুখি হয়েছে রংপুর। এই ম্যাচে আগে ব্যাট করে চিটাগংকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে সোহান-মাহেদীরা।

বুধবার (২৯ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ৭ বলে শূন্য রান করে ফেরেন ওপেনার স্টিভেন টেইলর। ৮ বলে ৮ রান করে তাকে অনুসরণ করেন তিনে ব্যাট করতে আশা সাইফ হাসান। তবে রান তোলার চেষ্টা করেন সৌম্য সরকার।

তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ২৩ রান করেন এই ডান হাতি ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সোহানও। ২১ বলে ৯ রান করেন তিনি। এরপর ইরফান শুক্কুর ১ রান করে আউট হলে দলীয় ৬৮ রানে ৫ উইকেট হারায় রংপুর।

কিন্তু শেখ মাহেদীকে সঙ্গে নিয়ে রংপুর শিবিরের হাল ধরেন ইফতেখার আহমেদ। ৩৯ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত মাহেদীর ২০ বলে ২২ রান এবং ইফতেখারের ৪৬ বলের অপরাজিত ৬৫ রানে ভর করে ১৪৩ রানের লড়াকু পুঁজি পেল রংপুর।

চিটাগং কিংসের হয়ে দুই উইকেট শিকার করেন খালেদ আহমেদ। এ ছাড়াও শরিফুল ইসলাম ও শামিম হোসেন।

কালের আলো/এসএকে