ভুয়া সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ আন্দালিব পার্থের
প্রকাশিতঃ 1:51 pm | February 17, 2018

কালের আলো ডেস্ক:
নিজের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের সূত্রে কোনো কোনো অনলাইন পত্রিকা বানোয়াট খবর পরিবেশন করছে বলে অভিযোগ করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার রাতে নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে পার্থ লিখেছেন, ‘আমার নাম/আমার নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের উদ্বৃতি দিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকা ভুয়া বানোয়াট সংবাদ পরিবেশন করছে। এ ধরনের ভুয়া বানোয়াট সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, জনপ্রিয় এই তরুণ নেতার নামে ফেসবুকে অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তবে তার ভেরিফাইড পেইজ একটাই। এর লাইক সংখ্যা ২০ লাখের বেশি।