ময়মনসিংহে ই-ট্রাফিক পুলিশিং চালু

প্রকাশিতঃ 10:08 pm | March 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ই-ট্রাফিক পুলিশিং চালু করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। বুধবার (১৩ মার্চ) বিকেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মো. মোখলেসুর রহমান।

জেলা পুলিশের ট্রাফিক বিভাগ নগরীর টাউনহলের সামনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তাৎক্ষণিকভাবে একটি মোটরসাইকেলকে ই-ট্রাফিকিং এর আওতায় এনে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় চালককে জরিমানা করেন অতিরিক্ত আইজিপি।

সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অতিরিক্ত আইজিপি বলেন, ই-ট্রাফিক পুলিশিং জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থায় গতি আনবে। এই ইলেকট্রনিকস পদ্ধতিতে ঝামেলা ছাড়াই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন সংশ্লিষ্টরা।

এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email