অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে সব সিনেমা হল

প্রকাশিতঃ 7:04 pm | March 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের সব সিনেমা হল ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির নেতারা।

বুধবার(১৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তারা।

প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ বলেন, সিনেমা হল টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত কনটেন্ট (সিনেমা) নেই। দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গুনতে হলের মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। সেজন্য এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদিপ্ত কুমার দাস, মিয়া আলাউদ্দিন, সভাপতি ইফতেখার নওশাদ প্রমুখ।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনেমা হল ১২৩৫ থেমে ১৭৪-এ নেমে এসেছে। দেশের ছবি নির্মাণের সংখ্যা বছরে ৩৫-৪০-এ এসে ঠেকেছে। আমদানির ছবি এলে পরিচালক-শিল্পীদের রোজগার কমে যাবে এই অযুহাত দেয়া হচ্ছে। সিনেমা হলের সঙ্গে ৫০ হাজার শ্রমিক জড়িত বেকার হয়ে আছে। প্রতিনিয়ত বাড়ছে হল ভাড়া, বিদ্যুৎ বিল। নতুন বিনিয়োগ ও মেধা সম্পন্ন নির্মাতা আসছে না। অনেক ধৈর্য্যের পর প্রদর্শক সমিতি সিদ্ধান্ত নিয়েছে, এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আগামী ১২ এপ্রিল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে দেশের সব সিনেমা হল। সরকার যদি এদিকে নজর না দেন, তবে এই অবস্থা চলতে থাকবে।

অন্যদিকে প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ জানান, দেশের সব হল এই নির্দেশনার অন্তর্ভুক্ত থাকলেও স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার এই নির্দেশনার অন্তর্ভুক্ত নয়।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email