মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র
প্রকাশিতঃ 10:54 pm | January 05, 2025
বিনোদন ডেস্ক, কালের আলো:
কালের আলো/এমডিএইচ
প্রকাশিতঃ 10:54 pm | January 05, 2025
বিনোদন ডেস্ক, কালের আলো:
চলচ্চিত্রাঙ্গনে আবারও শোকের ছায়া। অভিনেত্রী অঞ্জনাকে হারানোর বিষাদ কাটতে না কাটতে এবার চিরবিদায় নিলেন অভিনেতা প্রবীর মিত্র। রবিবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর।
প্রবীর মিত্রের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। রবিবার রাত সাড়ে ১০টার সময় তিনি ফেসবুকে লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।’
অনেকদিন ধরেই বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছিলেন প্রবীর মিত্র। অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু জটিলতার কারণে গত বছরের ২২ ডিসেম্বর রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। তার ছোট ছেলে সিফাত ইসলাম গণমাধ্যমকে জানান, কিছু শারীরিক জটিলতায় গুণী এই অভিনেতাকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে তাকে কেবিনে আনেন চিকিৎসকরা। এরপর আবারও এইচডিইউতে রাখা হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা হলো না। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বেড়ে ওঠেন তিনি। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালে। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক হিসেবে কাজ করলেও তিনি ছিলেন মূলত একজন চরিত্রাভিনেতা।
প্রবীর মিত্র অভিনীত কাজের তালিকায় রয়েছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক সিনেমা।
কালের আলো/এমডিএইচ
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
আলুর কেজি নেমেছে ২০ টাকায়, কমতির দিকে পেঁয়াজের দামও
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ইসলামের আলোকে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ: মাওলানা মামুনুল হক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার
জনআস্থা ফেরাতেই মনোযোগ আইজিপির, একাত্ম করতে চান জনগণের আবেগ-অনুভূতির সঙ্গে নিজেদের
বেক্সিমকোর ৪০ শতাংশ কর্মীর অস্তিত্ব নেই: বাণিজ্য উপদেষ্টা
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ড. ইউনূসের
যে কারণে অপু বিশ্বাসের বাবা-মা চাননি সে পৃথিবীতে আসুক
চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে জোর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
সেতু নির্মাণে ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার
বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
দুটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস
২৪ জানুয়ারি জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন: তারেক রহমান
নতুন দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা
রিয়াল মাদ্রিদের হয়ে ভিনির সেঞ্চুরি, তিন গোলের অপেক্ষা
উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে: ক্রীড়া উপদেষ্টা
শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই জব্দ, আটক ১
বাংলাদেশ-ভারতের উদ্বেগ বাড়াচ্ছে চীনের বাঁধ প্রকল্প
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন
সৌদিতে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা
Founder Editor: Md. Shamsul Alam Khan
Acting Editor: M Abdullah Al Mamun Khan
House #13/14, Block #D, Avenue #2, Mirpur #12, Ceramic Road, Pallabi, Dhaka-1216
Email: kaleralo365@gmail.com
All rights reserved. Sale, redistribution or reproduction of information, photos, illustrations, video and audio contents on this website in any form without prior permission from kaleralo.com are strictly prohibited and liable to legal action.