আরব আমিরাতে ডিফেন্স এক্সিভিশন শেষে দেশে ফিরেছে যুদ্ধজাহাজ ধলেশ্বরী

প্রকাশিতঃ 7:28 pm | March 12, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৪তম ইন্টান্যাশনাল ডিফেন্স এক্সিভিশন (আইডিইএক্স-২০১৯) অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধলেশ্বরী।

মঙ্গলবার (১২ মার্চ) প্রধান অতিথি হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, মোংলা, কমডোর এস এম মনিরুজ্জামান জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলীর নেতৃত্বে বিভিন্ন পদবীর কর্মকর্তাসহ মোট ১৮৪ জন নৌসদস্য সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের নৌবাহিনী জাহাজ, বিভিন্ন দেশের ১১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানী, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদগণ অংশগ্রহণ করেন।

কালের আলো/এমএইচএ