এশিয়া কাপে দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়কত্বে নতুন মুখ
প্রকাশিতঃ 3:23 pm | October 13, 2024

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে। ফলে আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ রোববার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন পারভেজ হোসেন ইমন। এছাড়া দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার।
তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিকদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন দলে। এছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা।
১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল-
পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।
ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথম খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিন আসরে খেলা হয়েছিল ৫০ ওভারে। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি জিতেছিল ভারত। এরপরের দুই আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
কালের আলো/এমএএইচ/ইউএইচ