কারাগার থেকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত ২ কয়েদি গ্রেপ্তার
প্রকাশিতঃ 11:20 pm | September 24, 2024
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলার ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি আহম্মদ আলী। গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন বিডিআর বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিপাহী মো. সাইফুল ইসলাম। মঙ্গলবার রাতে যশোর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
কালের আলো/ডিএইচ/কেএ