ক্লিন ঢাকা এবং গ্রীন ঢাকা গড়ে তোলাই মূল লক্ষ্য: আতিকুল ইসলাম
প্রকাশিতঃ 10:14 am | February 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সবার আগে ক্লিন ঢাকা এবং গ্রীন ঢাকা গড়ে তোলাই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কড়াইল এরশাদ নগর এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভায় তিনি একথা বলেন।
এসময় ডিজিটাল বাংলাদেশ গড়তে তার প্রস্তাবিত নম্বর অ্যাপসের কথা তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, নম্বর অ্যাপস এর মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে যেকোন সমস্যার সমাধান করা হবে। অটোমেশনের মাধ্যমে সিটি কর্পোরেশনের ভ্যাট, ট্যাক্সসহ অনেক কাজ অনলাইনেই করা যাবে।
মেয়র আতিকুল শহরব্যাপী নারী নিরাপত্তা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন। এছাড়া সবাই মিলে সকল শ্রেণির মানুষের বসবাসের জন্য সুস্থ, সুন্দর ও আধুনিক ঢাকা গড়ে তোলার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
কালের আলো/এমএইচএ