বিমানের সেই অস্ত্রধারী আটক, কেবিন ক্রু আহত

প্রকাশিতঃ 7:48 pm | February 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা ফ্লাইট থেকে ছিনতাই চেষ্টাকারী অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ধারনা করা হচ্ছে সন্ত্রাসী ও যাত্রী মানসিক ভারসাম্যহীন। তবে এ ঘটনায় বিমানে আটকে পড়া কেবিন ক্রু সাগর আহত হয়েছে।

বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের সম্মিলিত অভিযানে অস্ত্রধারীকে আটক করা হয়।

এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান কালের আলোকে বলেন, কেবিন ক্রু দু’জনকে উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজে আর কোনো যাত্রী জিম্মি নেই। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এ ঘটনায় বিমানের প্রায় ১৩০ জন যাত্রীর সবাই সুস্থ্য আছেন।

এর আগে রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার পর বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার পথে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

কালের আলো/এমএইচএ