নিহতের পরিবারকে এক লাখ, দগ্ধদের ৫০ হাজার টাকা দেবে শ্রম মন্ত্রণালয়

প্রকাশিতঃ 2:10 pm | February 21, 2019

রাজধানীর চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারকে এক লাখ এবং প্রত্যেক দগ্ধের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার(২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন নিহতের খব জানা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। হয়। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন।

এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি ৯ জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কালের আলো/এমএইইচএ