অর্থপাচারকারীরা টাকার বা‌লিশে ঘুমাতে পারবে না : গভর্নর

প্রকাশিতঃ 2:36 pm | August 14, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অর্থপাচারকারীরা শা‌ন্তি‌তে থাক‌তে পার‌বে না হুঁশিয়া‌রি দি‌য়ে নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর ব‌লে‌ছেন, তাদের‌ এখন আর টাকার বা‌লিশে ঘুমা‌তে দেওয়া হবে না।

বুধবার (১৪ আগস্ট) দা‌য়িত্ব নেওয়ার প্রথম দিন বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের এ হুঁশিয়া‌রি দেন গভর্নর।

কালের আলো/ডিএইচ/কেএ