আইন-শৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনীকে সহায়তা করছে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার
প্রকাশিতঃ 9:33 pm | August 06, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনীর সঙ্গে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সহায়তা করছে। এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে আইএসপিআর।
কালের আলো/এমএএইচ/ইউএইচ