ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিতঃ 2:43 pm | August 05, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঝিনাইদহে চলমান কারফিউকে উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা সোমবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে বিভিন্ন পয়েন্ট থেকে শহরে ঢুকে পোস্ট অফিস মোড়ে অবস্থান নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন লক্ষ্য করা যায়। এর সঙ্গে লাঠি সোটা নিয়ে তারা খণ্ড খণ্ড মিছিলে শহরে অবস্থান নিয়েছে। রাস্তায় বাঁশসহ বেঞ্চ পেতে মূল শহরে ঢোকার সবগুলো রাস্তা আটকে দেয় তারা।
শহর ঘুরে দেখা যায়, সবধরনের দোকানপাট বন্ধ রয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে। মানুষের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। সামান্য কিছু যানবাহন যেমন ইজিবাইক, রিকশা, ভ্যান রাস্তায় চলাচল করতে দেখা যায় এ সময়। তবে, দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুব একটা লক্ষ্য করা যায়নি।
কালের আলো/ডিএইচ/কেএ