মসিকের বৃক্ষমেলায় সবুজের ভিড়ে বৃক্ষানুরাগীরা
প্রকাশিতঃ 9:38 pm | August 01, 2024

অনিক খান, ময়মনসিংহ:
নগরীর টাউন হল প্রাঙ্গণের বৃক্ষমেলাজুড়ে গাছের সমারোহ। ফলদ, বনজ, ফুলের—কী নেই সেখানে? আছে সৌন্দর্যবর্ধক নানা প্রজাতির গাছও। উদ্বোধনের পর বৃষ্টির মধ্যেও বৃক্ষানুরাগীরা এসেছেন বৃক্ষমেলায়। কিনেছেন পছন্দের গাছের চারা। মুহুর্তের জন্য হারিয়ে গেছেন সবুজের ভিড়ে। অফিস থেকে ফেরার পথে অনেকেই ঢুঁ মেরেছেন বৃক্ষমেলায়। তাঁদের এই আনন্দময় উপস্থিতি মূলত নিজ এলাকার প্রকৃতিকে সবুজ করে তোলার ক্ষেত্রে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
শুধু তাই নয়, সবুজের নান্দনিকতার অপার বিস্ময়, হৃদয়ে প্রকৃতির প্রতিও যেন তৈরি করে প্রেমের অনুরণন। বৃক্ষপ্রাণে প্রকৃতিকে রাঙাতে বরাবরের মতো এবারও ২০ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার আয়োজন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু। মেলায় দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, পুষ্পজাতীয় ও অর্নামেন্টাল বা সৌন্দর্যবর্ধনকারী ২৯টি স্টল ঠাঁই পেয়েছে। উদ্বোধনের পর বিকেল থেকেই নানা বয়সী, শ্রেণি পেশার মানুষের পদচারণায় জমে ওঠে বৃক্ষমেলা।
সরেজমিনে দেখা যায়, স্টলের সামনের জায়গায় থরে থরে সাজানো নানা প্রজাতির দেশি-বিদেশি গাছ। ফলের চারাগুলোতেও ধরেছে মৌসুমী ফল। গোলাপ, গাঁদাসহ হরেক ফুল মেলায় আপনাকে জানাবে সাদর সম্ভাষণ। দুলিয়ে দেবে বৃক্ষপ্রেমীর মনকেও।
বৃক্ষপ্রেমীদের এই প্রাণের মেলার জন্যই অপেক্ষা করেন নগরীর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী জোবায়দুর রহমান। সেই কথাই জানিয়ে এই শিক্ষার্থী বলেন, ‘এতো বড় বৃক্ষমেলা গোটা ময়মনসিংহে কেবল ময়মনসিংহ সিটি করপোরেশনই আয়োজন করে। এই মেলার মাধ্যমে আমরা নানা প্রজাতির গাছের সঙ্গে পরিচিত হতে পারি। পছন্দ হলে গাছ কিনি। পুরোটা সময় প্রকৃতির কাছাকাছি থাকার দারুণ এক সুযোগ।’
মেলায় নিজের সন্তানকে নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন। তাদেরই একজন আব্দুল জলিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এক বিরল সুযোগ এই মেলা। বৃক্ষমেলায় ঘুরে ওরা বেশ আনন্দও পাচ্ছে।
ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোন বিকল্প নেই। এ বছর আমরা তীব্র তাপদাহ দেখেছি। এমন পরিস্থিতি থেকে গাছ আমাদের রক্ষা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবছরই এ মেলার আয়োজন করে থাকি। আমরা বিশেষ গুরুত্ব দিয়ে এ বছর আমরা এ আয়োজন করেছি যাতে গাছ লাগানোর স্লোগানকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। এ মেলার মাধ্যমে নতুন প্রজন্ম গাছ সম্পর্কে জানতে ও চিনতে পারে এবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হয়। তাছাড়া, যারা উদ্যোক্তা তারাও এ উদ্যোগের ফলে লাভবান হবেন।’
মেয়র জানান, ছাদে বা আঙিনায় গাছ লাগালে কর রেয়াতের বিষয়টি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিবেচনায় রয়েছে। দ্রুতই বিষয়টি কার্যকর করা হবে।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, নার্সারি মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
কালের আলো/একে/এমএএএমকে