শিক্ষার্থীদের সমর্থন দিলেন ক্রিকেট তারকা শরিফুল

প্রকাশিতঃ 5:38 pm | July 16, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলন করছেনে। এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় আহত হয়েছেন আন্দোলনকারী বহু শিক্ষার্থী। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে কথা বলছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এবার এ ঘটনা নিয়ে কথা বললেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের এই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও সমর্থন জানিয়ে শরিফুল লেখেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’

এর আগে ফেসবুক পোস্টে হৃদয় লেখেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক’ ।

রোববার (১৪ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এতো ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? এই বক্তব্যের প্রতিবাদেই সেদিন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন।’

যা নিয়ে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। ছাত্র-ছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন তারকারাও। এমন নেক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান তারা।

কালের আলো/ডিএইচ/কেএ