পদ্মার তীরে এবারের কৃষকের ঈদ আনন্দ
প্রকাশিতঃ 10:55 am | June 03, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:
কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান এবার ধারণ করা হয়েছে শরীয়তপুর জেলায়। অনুষ্ঠানটির মূলপর্ব ‘খেলাধুলা’র অংশটি ধারণ করা হয়েছে নড়িয়ায় সুরেশ্বর ঘাটে পদ্মার তীরে।
প্রতি ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হয় জনপ্রিয় এই অনুষ্ঠানটি। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর দেওয়া হয়েছে। কৃষকদের অংশগ্রহণে নাচ, গান ও গেইম শো নিয়ে নির্মিত হয় ‘কৃষকের ঈদ আনন্দ’।
পদ্মার তীরকে বেছে নেওয়ার কারণ হিসেবে শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি টের পাচ্ছে নদীর তীরের কৃষকরা। এ সম্পর্কে তাদের এখনই সচেতন করতে হবে। এছাড়া শরীয়তপুর জেলায় জন্মেছেন অনেক জ্ঞানী-গুণী। আমরা তাদের স্মৃতিচিহ্নও খুঁজেছি।
কালের আলো/ডিএইচ/কেএ