সেনা অভিযানে রুমায় কুকি চিনের সশস্ত্র সন্ত্রাসী নিহত
প্রকাশিতঃ 9:14 pm | April 22, 2024

কালের আলো প্রতিবেদক:
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ায় আজ সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয় এবং অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
কালের আলো/ডিএস/এমএম