ভক্ত-অনুরাগীদের ঈদের শুভেচ্ছা শাকিব- ফারিয়া-শুভ ও ফারিণের
প্রকাশিতঃ 6:18 pm | April 11, 2024
শোবিজ ডেস্ক, কালের আলো:
বছরের বৃহত্তম উৎসব ঈদুল ফিতর আজ। দেশজুড়ে বিপুল আনন্দ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে দিনটি। খুশির জোয়ারে ভাসছে সবার মন। ব্যতিক্রম নন তারকারাও। তারাও শামিল হচ্ছেন ঈদ আনন্দ, আমেজে। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে ভাগাভাগি করে নিচ্ছেন উৎফুল্ল মনের অনুভূতি।
নিজের নতুন ছবি ‘রাজকুমার’ দেখার আহ্বান জানিয়ে ঈদ শুভেচ্ছা দিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। ভক্তদের উদ্দেশে বললেন, “আপনাদের ভালোবাসার শক্তি আমাকে ‘রাজকুমার’র মতো এত বড় ক্যানভাসের সিনেমা করতে অনুপ্রাণিত করেছে। এটি শুধু দেশের নয়, সারা বিশ্বের সব বাংলা ভাষাভাষীদের প্রিয় রাজকুমার। পরিবার, বন্ধু-স্বজন ও প্রিয়জনকে নিয়ে ‘রাজকুমার’ দেখুন। ঈদ মোবারক।”
ব্যান্ড মিউজিকের কিংবদন্তি জেমস সাধারণত সোশ্যাল হ্যান্ডেলে সক্রিয় থাকেন না। তবু ঈদ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
চিত্রনায়ক আরিফিন শুভর জন্য অবশ্য এবারের ঈদ আনন্দের চেয়ে বেদনারই বেশি। কারণ গত জানুয়ারিতে তার মা মারা গেছেন। মা-হীন এই প্রথম ঈদের বিষাদই ফুটে উঠেছে তার সোশ্যাল হ্যান্ডেলে। মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছেন, এরপর তার কবর জিয়ারত করে এসে ফেসবুকে শুভ লিখলেন, “যখন অনেক কিছু বলার থাকে, তখন হয়তো কিছুই বলা যায় না। মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় তিন মাস। এখনও বোঝার চেষ্টা করছি যে কী হলো আসলে! আমি কি ঘুম থেকে উঠে দেখবো তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেন হয়ে গেলো। পেশায় অভিনয়শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে। তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা। আজকে যখন তোমার সাথে দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বললো এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগলো এই ভেবে যে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮-৯ বছর খেয়াল করেছে। এবার তোমার গলার চেইনটা নিজেই পরলাম, কিন্তু আমাদের ওই কমেডি করাটা আর হলো না যে আমি চাইবো আর তুমি বলবে—নে, কিন্তু খুলে দেবে না। তোমার সাথে কতো গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারাক মা। পৃথিবীর সকল মাকে ঈদ মোবারাক।”
অভিনেত্রী তাসনিয়া ফারিণ কিছু দিন হলো বিদেশ ভ্রমণে আছেন। ঈদটা কাটছে তুরস্কে। সেখানকার বিখ্যাত নীল মসজিদের প্রাঙ্গণ থেকে কয়েকটি ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। আর ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।
চিত্রনায়ক সিয়াম আহমেদ বরাবরই পরিবারের সঙ্গে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। এবারও তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বলেছেন, ‘আহমেদদের পক্ষ থেকে ঈদ মোবারক।’
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও আছেন দেশের বাইরে। সিঙ্গাপুর থেকে তিনি বার্তা দিয়েছেন এভাবে, ‘সবাইকে ঈদুল ফিতরের আনন্দময় শুভেচ্ছা। ভালোবাসা আর আশীর্বাদ রইল। সিঙ্গাপুর থেকে ঈদ মোবারক।’
এবারের ঈদের আনন্দমেলায় অংশ নিয়েছেন নায়িকা নুসরাত ফারিয়া। ঈদের শাড়ি পরে সেই অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ঈদ মোবারক। আজ রাতে ঈদ আনন্দমেলায় আমাকে দেখতে ভুলবেন না।’
হালের আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খান। ঈদের দিনটা পরিবারকে সঙ্গে নিয়েই কাটাচ্ছেন। সেই ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন।
ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ঈদ করতে ছুটে গেছেন নিজ গ্রামে, ময়মনসিংহে। সেখানকার অটোরিকশায় চড়ে শুভেচ্ছাবার্তা দিয়েছেন এভাবে, ‘একটা স্বাভাবিক রিকশা পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহ এখন ঝাকানাকা অটোরিকশার শহর। আপনাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাসাবে হা হা হা। সুস্থতার সাথে নিরাপদ ও সুন্দর ঈদ কাটুক সবার। ঈদ মোবারক।’
অভিনেতা নিলয় আলমগীর তার বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জানিয়েছেন শুভেচ্ছা। লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
কালের আলো/এমএইচইউআর