সদরঘাটে দুই লঞ্চের মাঝে আরেক লঞ্চের ধাক্কা, দড়ি ছিঁড়ে নিহত ৫

প্রকাশিতঃ 5:34 pm | April 11, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর সদরঘাটে পন্টুনে বাঁধা দুই লঞ্চের মাঝখান দিয়ে অন্য একটি লঞ্চ প্রবেশের সময় ধাক্কা লেগে এক লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল ৩টার দিকে এমভি তাসরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আনোয়ারুল ইসলাম দোলন জানান, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ লঞ্চ দুটি দড়ি দিয়ে সদরঘাটে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ-৪-এর দড়ি ছিঁড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সে আহতদের মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

কালের আলো/বিএস/এমএম