স্বাধীনতা দিবসে নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

প্রকাশিতঃ 4:38 am | March 27, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর সাতজন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে তাদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) থেকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সাব লেফটেন্যান্ট পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ সফিকুল ইসলাম, এমসিপিও(এক্স)(কিউআরপি-১), মোহাম্মদ সিরাজুল ইসলাম, এমসিপিও(এক্স)(এফসি-১), মোহাম্মদ এয়ার উল্লাহ, এমসিপিও(ই)(সিডি-৩), এনপিপি, মোহাম্মদ রেজাউল করিম, এমসিপিও(এক্স)(জিআই), আব্দুল্লা আল মুজাম্মেল, এমসিপিও(কম), মোহাম্মদ আনোয়ার হোসেন, এমসিপিও(এল) ও মোহাম্মদ ছলিম উল্যাহ মজুমদার, এমসিপিও(এস)। নৌবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ কার্যকর হবে।

কালের আলো/ডিএস/এমএম