বিজিবি দিবসে ৭২ সদস্যকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 10:36 am | March 04, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের কুচকাওয়াজ আজ সোমবার পিলখানায় অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন।
সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় পিলখানায় প্রধানমন্ত্রী বিজিবির ৭২ সদস্যকে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পরিয়ে দেন।
বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৩ এর আনুষ্ঠানিক কুচকাওয়াজে বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন।
একইসঙ্গে প্রধানমন্ত্রী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক পরিয়ে দেন।
কালের আলো/এমএইচ/এসবি